বগুড়া জেলা পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ পড়লেই ল্যাপটপ জেতার সুযোগ

অরূপ রতন শীল
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪৭ বার।

‘এসো বই পড়ি, ল্যাপটপ জিতি’- এটা কোন গল্পের লাইন বা বানানো কোন কথা নয়। বই পড়ে শিক্ষার্থীদের  সহজেই  ল্যাপটপ জেতার বিরল সুযোগ সৃষ্টি হয়েছে বগুড়ায়। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভিন্নধর্মী ওই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বগুড়া জেলা পুলিশ। প্রতিযোগিতায় একজন শিক্ষার্থীকে হাজার হাজার বই না পড়ে শুধুমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ বই পড়লেই দিতে পারবে  সব প্রশ্নের উত্তর।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলিঃ

  • ৮ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
  • প্রশ্নপত্র আগেই সরবরাহ করা হবে ও সকল প্রশ্ন ‘কারাগারের রোজনামচা’ বই থেকে করা হবে।
  • প্রশ্নপত্রের ফটোকপি গ্রহণযোগ্য।
  • উত্তরপত্রের ফটোকপি গ্রহণযোগ্য ময়।
  • প্রশ্নপত্র Sp Bogura ফেসবুক পেজ থেকে ডাউনলোড করা যাবে ও সকল থানা কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
  • সর্বমোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হবে।
  • সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের সংখ্যা অধিক হলে লটারীর মাধ্যমে ১ম থেকে ১০ম স্থান নির্বাচন করা হবে।

প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা তাদের উত্তরপত্র বগুড়া পুলিশ সুপারের কার্যালয় অথবা জেলার সকল থানায় জমা দিতে পারবে। উত্তরপত্র জমা দেয়ার শেষ সময় ১৮ ফেব্রুয়ারী।

২৩ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫টায় বগুড়া পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।