ঘুম ভেঙ্গে ২ ঘণ্টা পর পরীক্ষা কেন্দ্রে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৯ বার।

এসএসসির দ্বিতীয় দিনে দুই ঘণ্টা দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষার্থী দিতে পারেনি এক পরীক্ষা। রাজশাহী শিক্ষাবোর্ডে মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আর শিক্ষার্থী ছিলেন বিজিবি স্কুলের। ঘুমিয়ে থাকায় দুই ঘণ্টা দেরিতে সে কেন্দ্রে আসে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামাণিক  বলেন, পরীক্ষা শুরু আধা ঘন্টা আগে কেন্দ্রে আসার কথা থাকলেও এক শিক্ষার্থী পরীক্ষা শুরু দুই ঘন্টা পরে আসে। ওই কেন্দ্রে ছিলো শিক্ষাবোর্ডে মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর শিক্ষার্থী ছিলেন বিজিবি স্কুলের। দেরিতে আসায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। দেরির কারণ হিসেবে শিক্ষার্থী কেন্দ্র সচিবকে জানায়, সে ঘুমিয়ে ছিলো। আর জানতো না পরীক্ষা ছিলো কি না।

রোববার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ৭৮৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় কোন শিক্ষার্থীও বহিষ্কার হয়নি। রাজশাহী শিক্ষাবোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের মোট শিক্ষার্থী এক লাখ ৮২ হাজার ৮৬১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৮২ হাজার ৭২ শিক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ৭৮৯ জন শিক্ষার্থী।