‘যে বলছে ভালবাসি সে-ই আবার বন্ধুদের কাছে তোমার শরীর নিয়ে হাসাহাসি করছে’

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৩ জুলাই ২০১৮ ১৫:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯৮ বার।

‘অপরিণত বয়সে কখনও প্রেম হতে পারে না। এ বয়সে যেটা হয় সেটা স্রেফ আবেগতাড়িত এক ধরনের মশকারা। যাতে কোন সম্মান-শ্রদ্ধা ও ভালবাসা থাকে না। মনে রাখবে এই বয়সে তোমাকে যে বলছে ভালবাসি সে-ই আবার বন্ধুদের কাছে তোমার শরীর নিয়ে হাসাহাসি করছে-এটা কখনও প্রেম হতে পারে না। যারা এ ধরনের কথা বলে তারা শুধু তোমাদের মনোযোগ আকর্ষণ করতে চায়। কিন্তু তাদের ফাঁদে পা দেওয়া উচিত নয়। যদি ভুল করো তাহলে তুমি তোমার নিজের বাবা-মা, পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকেই ছোট করলে.....’ একনাগারে বলে যাচ্ছিলেন আনিকা সাবা। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম জুড়ে তখন পিনপতন নীরবতা। মনে হচ্ছিল শতাধিক ছাত্রী যেন তাঁর কথাগুলো রীতিমত গিলছিল।
আনিকা সাবা ‘হুতুমপেঁচা’ নামে একটি ই-ম্যাগাজিনের সঙ্গে সম্পৃক্ত। শুধু লেখালেখিই নয় মেয়েদের বাইক চালানোর প্রশিক্ষণ এবং নানা বিষয়ে কাউন্সিলিংও করে থাকেন তিনি। Rehabilitation for Abused Child in Bangladesh (RACB)  Rehabilitation for Abused Child in Bangladesh (RACB) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আহবানে সাড়া দিয়ে বগুড়ায় তার আগমন। ছাত্রীদের উদ্দেশ্যে সেক্স এডুকেশন এবং ইন্টারনেট ব্যবহারের ভাল-মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করেন জোবাইদা ফাতেমা ও আফরিন পারভেজ। আলোচনা পর্বের মূল শ্লোগান ছিল- ‘আত্মার মুক্তি বিশুদ্ধতায়’।

মূলত শারীরিক নির্যাতন, যৌন নির্যাতনসহ ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন সমস্যায় করণীয় সম্পর্কে ধারণা দিতে RACB রোববার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে আলোচনা ও কথোপকথন পর্বের আয়োজন করে। স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা পর্বে RACB-এর প্রতিষ্ঠাতা সাজিয়া আফরিন সোমা,  স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শম্পা আরেফিন এবং SMC -এর শামীম হোসেন অংশ নেন। আগের দিন জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়েও প্রধান শিক্ষক নুরুল ইসলামের উপস্থিতিতে ছাত্রীদের সঙ্গে একই ধরনের আলোচনা ও কথোপকথনের আয়োজন করা হয়।আলোচনা পর্বে সাজিয়া আফরিন সোমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কাছে নির্যাতনের প্রকার ভেদ, প্রতিকার এবং প্রতিরোধের উপায়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেন। শরীরের কোন কোন অংশে নির্যাতন করলে সেটাকে শারীরিক নির্যাতন বলে আর কোনটাকে যৌন নির্যাতন বলা হয় সে সম্পর্কে তিনি স্পষ্ট কিছু ধারণা দেন। তিনি বলেন, কোন কাজ তাদের ইচ্ছার বিরুদ্ধে হলে সেটাও যে নির্যাতন এবং তা হতে পারে শারীরিক বা মানসিক অথবা যৌন নির্যাতন। এসবের শিকার হলে RACB থেকে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হবে। সাজিয়া আফরিন সোমা জানান, তার সংস্থার পক্ষ থেকে নির্যাতিত শিশুদের আইনী সহায়তার পাশাপাশি শিশুদের সবরকম ডাক্তারি পরামর্শ, হতাশাগ্রস্থ শিশুদের কাউন্সিলিং এবং তার সঙ্গে এতিম শিশুদের সার্বিক সহয়তা দেয়া হয়।

ইন্টারনেট এবং ফেসবুকের অপব্যবহার কী ধরনের ক্ষতি বয়ে আনতে পারে সে সম্পর্কে বলতে গিয়ে ‘হুতুমপেঁচা’র আনিকা সাবা ও জোবাইদা ফাতেমা ছাত্রীদের কাছ থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন। তবে কেবল মাত্র একজন ছাত্রীই জানিয়েছে সে ফেসবুক ব্যবহার করে। অন্যরা বলেছে তারা এর কোনটাই ব্যবহার করে না।তখন আনিকা সাবা গল্পের ছলে বলতে শুরু করেন, যদি ভাল কিছু নেওয়ার মানসিকতা থাকে এবং কেবল অবসর মুহুর্তে যদি ব্যবহার করা হয় তাহলে ইন্টারনেট এবং ফেসবুক কখনো ক্ষতির কারণ হবে না। কিন্তু যদি আমরা ওই দুটো থেকে খারাপ কিছু নিতে চেষ্টা করি বা তাতে অভ্যস্থ হয়ে পড়ি তাহলে শিক্ষা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এক্ষেত্রে ফেববুকের পরিচয়ের সূত্র ধরে কথিত প্রেমের পরিণতি নিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলোর কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, ‘এমন রিলেশনে যাওয়া যাবে না। আর কথিত প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া মানে নিজের জীবন, পরিবার ও সমাজ থেকেই পালানো- যার পরিণতি খুবই ভয়ঙ্কর।’ তাঁর এসব বক্তব্যের সঙ্গে ছাত্রীরা একমত পোষণ করে।
আলোচনার এক পর্যায়ে পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা না করার সুবিধা-অসুবিধার কথা তুলে ধরা হয় এবং ডা. শম্পা আরেফিন এ সময় মেয়েদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।