গাবতলীর ৫ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৯ বার।

বগুড়ার গাবতলীতে আইন অমান্য করে মিসব্র্যান্ডের ওষুধ বিক্রি করার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার স্থানীয় হাসপাতাল রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের পরিচালনায় ওই জরিমানা প্রদান করা হয়। এসময় আদালতকে সহযোগিতা করেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা। 
 

এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৬ ঘণ্টার ওই অভিযানে আদালত ‘রহমান সিয়াম ফার্মেসীর’ মালিক রফিকুল ইসলামকে(৩৫) ২ হাজার, ‘প্রামাণিক ফার্মেসীর’ মালিক মেহেরুজ্জামানকে(৬২) ১০ হাজার, ‘মাহিন ফার্মেসীর’ মালিক আমিনুল ইসলামকে(৪৪) ৫ হাজার, ‘খোকন মেডিকেল সেন্টারের’ মালিক হামিদুল ইসলামকে(৪০) ৫ হাজার এবং ‘দুলাল ফার্মেসীর’ মালিক দুলালকে(৪৫) ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।