অভিনেতা ডা. এজাজ ঢামেক নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১০ বার।

অভিনয়ে অনেক জনপ্রিয় অভিনেতা হিসেবেও তার খ্যাতি কম না। জনপ্রিয়তার কাতারে থেকেও তার নিজস্ব পেশায় ভিজিট ফি কম হওয়ায় সবার মাঝে তিনি ‘গরীবের ডাক্তার’ নামে পরিচিত। তিনি জনপ্রিয় অভিনেতা, চিকিৎসক ডা. এজাজ। এই দুই পরিচয়ের পাশাপাশি তার বর্তমান নতুন পরিচয় তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখব জানিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ। অনিমেষ আইচ বলেন, ‘দেশের মানুষের কাছে তিনি একজন স্বনামধন্য অভিনেতা পাশাপাশি একজন সুচিকিৎসক। সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজের একটি গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন, অবশ্যই এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের। তিনি আরো লিখেছেন, ‘কিন্তু এ নিয়ে কোন সংবাদ দেখলাম না কোন পত্রিকা কিংবা টেলিভিশন চ্যানেলে। অথচ কার সঙ্গে কার ডিভোর্স হলো, কার সুন্দরী হওয়ার নেপথ্য ইতিহাস কি? এনিয়ে জাতির মাথা ব্যথার অন্ত নাই। মিডিয়ার মানুষদের বিজয়ের গল্প ও সাধারণ মানুষদের জানা দরকার। এ ইতিহাস কেবল কিছু বিভ্রান্তির গল্পে সীমাবদ্ধ নয়। অভিনন্দন এজাজ ভাই।’ যোগদানের বিষয়ে ডা. এজাজ গণমাধ্যমকে বলেন, চিকিৎসক হিসেবে ব্যস্ততা তো আগে থেকেই ছিল। এখন নতুন দায়িত্ব নিয়ে ব্যস্ততা আরেকটু বেড়েছে। সবাই আমাকে অভিনয়শিল্পী হিসেবে ভালোবাসেন। এই ব্যস্ততার মাঝেও যখনই সময় বের করতে পারবো অভিনয় করবো। একই সঙ্গে চিকিৎসক হিসেবে আমার দায়িত্বও ঠিকভাবে পালন করে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ডা. এজাজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ পেশার পাশাপাশি নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে মিডিয়ায় আসেন এজাজ। সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। তার ঝুলিতে ছিল ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। পেয়েছিলেন 'তারকাঁটা' চলচ্চিত্রের জন্য