শেরপুরে মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখলের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক এসএম আবুল কালাম আজাদ থানায় একটি অভিযোগ করেছেন।

 

অভিযোগে জানা যায়, পৌরশহরের হাজীপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে আ.লীগ এসএম আবুল কালাম আজাদ প্রায় ১০-১২বছর আগে হাজীপুর ও মহিপুর মৌজায় ৩৯শতক জমি ক্রয় করেন। এরপর থেকে উক্ত আবাদি জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। কিন্তু বিগত কয়েকমাস ধরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের সাইদুর রহমান কোন কাগজপত্র ছাড়াই তার ক্রয়কৃত জমির মধ্যে সাড়ে ১০শতক জমির মালিকানা দাবি করে বসেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিসী বৈঠক ডাকা হয়। কিন্তু এসব বৈঠকে সাইদুর রহমান জমির মালিকানার স্বপক্ষে কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। একইভাবে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কাছেও কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় নামজারি সংক্রান্ত আপিল মামলায় তিনি হেরে যান। পাশাপাশি আমাদের পক্ষে রায় দেয়া হয়। এরপরও তিনি পিছু ছাড়ছেন না। জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় চিহিৃত ভূমিদস্যুদের দ্বাড়স্থ হয়েছেন।

 

আবুল কালাম আজাদ থনায় অভিযোগ করে বলেন, গত দুইদিন ধরে সাইদুরের ভাড়াটে সন্ত্রাসীরা তার জমির মধ্যে টিনের ঘর তুলেছে। এমনকি রকমারি গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করেছে। তাই এসব ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।

 

ওই ঘটনায় বক্তব্য জানতে অভিযুক্ত সাইদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 
 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।