বগুড়ার আঞ্চলিক ভাষার নাটক ‘হামাগেরে গপ্পো’ রংপুরে মঞ্চস্থ

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৪ জুলাই ২০১৮ ১২:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬৬ বার।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ-টিআইবি’র উদ্যোগে রংপুরে ‘হামাগেরে গপ্পো’ নামে দুর্নীতি বিরোধী নাটক মঞ্চস্থ করলো সংস্থাটির ইউথ ইনগেজমেন্ট সাপোর্ট-ইয়েস গ্রুপের বগুড়ার সদস্যরা।
রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে টিআইবি আয়োজিত দুর্নীতি বিরোধী দু’দিনের ইউথ ক্যাম্প উপলক্ষ্যে নাটকের আয়োজন করা হয়। সোমবার উদ্বোধনী দিনে উত্তরাঞ্চলের দশ জেলার ইয়েস সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের সফলতা তুলে ধরেন।
বগুড়ার ইয়েস সদস্যদের জন্য সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ওসমান গণি ওই নাটক রচনা করেন। সিজুল ইসলামের নির্দেশনায় বগুড়ার আঞ্চলিক ভাষার ওই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়েস সদস্য মোহাম্মদ জুবায়ের, ইয়াসমিন আক্তার হিয়া, জেরিন তাসনিম সুপ্তি, আইভি আক্তার, ইনজামামুল হক এবং নুরুন্নাহার। নাট্য নির্দেশক সিজুল ইসলাম জানান, বগুড়ার ছেলে-মেয়েদের অভিনয়ে  দর্শকরা রীতিমত মুদ্ধ হয়েছেন। মঙ্গলবার ইউথ ক্যাম্প শেষ হয়।