ঘুমিয়ে সময় কাটান ট্রাম্প!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

বিশ্বের মোড়ল বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই তার দিনের প্রত্যেকটি মুহুর্ত অনেক গুরুত্বপূর্ন। তাই তাকে ব্যস্ত থাকতে হবে সবসময়ই।

কিন্তু বাস্তবিক অর্থে দেখা গেছে তার উল্টো চিত্র। মার্কিন সংবাদবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওস.কম সম্প্রতি ট্রাম্পের সময়সূচি সম্পর্কে একটি তথ্য প্রকাশ করেছে।

হোয়াইট হাউসের এক সূত্রের মাধ্যমে গত বছরের ৭ নভেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্পের তিন মাসের সময়সূচি পেয়েছে তারা। সেখানে দেখা গেছে, দেরি করে ঘুম থেকে ওঠা তার প্রতিদিনের অভ্যাস।

এরপর আয়েশি ভঙ্গিতে টেলিভিশন দেখে, সংবাদপত্র পড়ে আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সময় কাটান তিনি।

অ্যাক্সিওস জানায়, ট্রাম্প ওই তিন মাসে কর্মঘণ্টার ২৯৭ ঘণ্টা ১৫ মিনিট ফোন কল করে, টেলিভিশন দেখে, সংবাদপত্র পড়ে ও টুইটারে ব্যস্ত থেকেছেন।

সেই হিসেব অনুযায়ী মোট কর্মঘণ্টার ৬০ শতাংশই ব্যয় হয়েছে এসব কাজে।

এছাড়া নির্ধারিত বৈঠক করেছেন ৭৭ ঘণ্টা, ভ্রমণ করেছেন ৫১ ঘণ্টা এবং দুপুরের খাবার খেয়েছেন ৩৯ ঘণ্টা।

তবে এই তথ্য ফাঁস হওয়ায় ব্যাপক চটেছেন ট্রাম্পের ব্যক্তিগত সচিব ম্যাডেলিন ওয়েষ্টারহুট।

তিনি ক্ষোভ প্রকাশ করে এক টুইট বার্তায় লিখেছেন, হোয়াইট হাউসের মধ্য থেকে এসব তথ্য ফাঁস হওয়া খুবই লজ্জাজনক ও বিশ্বাসভঙ্গের শামিল।