বিতর্কের মঞ্চে যানজট নিরসনে নুসরাত ফারিয়ার সমাধান!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪২৫ বার।

ঢাকা শহরের যানজটে বিপর্যস্ত নগরজীবন। জানযট নিরসনে প্রতিনিয়ত নানামূখী পদক্ষেপ নিচ্ছেন ডিএমপি। তবু এ দূর্ভোগের অসহণীয় মাত্রা ক্রমশ বেড়েই চলেছে।

আর কীভাবে এ যানজট দূর্ভোগের অভিশাপ থেকে মুক্ত হবে নগরবাসী তার বর্ণনা দিয়েছেন ঢালিউড ও টলিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া।

তার বর্ণনায় উঠে এসেছে ঢাকা শহরে যানজটের সব কারণ আর তা থেকে উত্তরণের উপায়।

আর এই চিত্রনায়িকার উল্লেখ করা এসব বিষয়গুলো মূলত যানজট বৃদ্ধির প্রথম ও প্রধান কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞসহ সাধারণ মানুষেরা।

ফারিয়ার বলা সমাধানের পথ আজও বাস্তবায়ন হয়নি বলেই মনে করছেন তারা।

রুপালী পর্দা ছেড়ে কী তবে যানজট নিরসন বিষয়ে গবেষণা করছেন এই তারকা?

না, যানজট সমাধানের এসব বক্তব্য তিনি দিয়েছিলেন আজ থেকে ১০ বছর আগে কোনো এক বিতর্ক প্রতিযোগিতায়।

সম্প্রতি পটকা গান খ্যাত নুসরাত ফারিয়ার একটি ভিডিও ভাইরাল।

যেখানে দেখা যাচ্ছে স্কুল ইউনিফর্মে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখছেন তিনি।

ভিডিওতে তিনি বলছেন, ‘বন্ধুরা আমার দেশের যানজট নিরসনের জন্য কোনও দেবদূতের প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষই পারি এই যানজট নিরসন করতে। এরজন্য দরকার আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ মনিটরিং।’

বিতার্কিক ওই কিশোরী কী সত্যি নুসরাত ফারিয়া কিনা সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে অনেক।

এ বিষয়ে গতকাল (৫ ফেব্রুয়ারি) চিত্রতারকা নুসরাত ফারিয়া জানান, হ্যা এটা আমিই।

এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘ ২০০৯ অথবা ১০ সালের দিকে রাজধানীর শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের হয়ে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে এই বক্তব্য দিয়েছিলাম। যতদূর মনে পড়ে এই প্রতিযোগিতায় আমি সেরা বক্তা হয়েছিলাম।’

চূড়ান্ত প্রতিযোগিতায় তারা দলই জয়লাভ করে বলেও জানান তিনি।

প্রায় ১০ বছর আগের যানজট নিরসনের সেই বির্তকটি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় চলে আসায় অনেকটা স্মৃতিকাতর হয়ে গেছেন বলে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ফারিয়া।

প্রসঙ্গত, নানা গুণে গুণান্বিত এই তারকা। বাকপটু এই চিত্রতারকা অভিনয় ও নাচে যেমন চমক দেখিয়েছেন তেমনটি গানেও যে কিছুটা দখল রয়েছে তার সেটাও জানিয়েছেন সিনেপ্রেমীদের।

তবে অনেকের মতে, উপস্থাপনায় বেশ প্রাণবন্ত ও উজ্জ্বল নুসরাত ফারিয়া।

এতো প্রতিভার মধ্যে তার বিতার্কিক প্রভিভার কথা হয়তো অনেকেরই এর আগে জানা ছিল না।