শেরপুরে এসিআই সীড আলু বীজের মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

বগুড়ার শেরপুরে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত এসিআই সিড কোম্পানির আলু বীজের মাঠ দিবস অনুষ্ঠান বৃহস্পতিবার  উপজেলার বেলঘড়িয়া বাজারস্থ একটি হিমাগার চত্বরে অনুষ্ঠিত হয়। অত্র হিমাগারের স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই সীড কোম্পানির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা সুধীর চন্দ্রনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপক কৃষিবিদ গোলাম মোস্তফা, আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, বিপণন কর্মকর্তা কেএম বদিউজ্জামান হৃদয়, শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ। এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক চাষী অংশ নেন। পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ এসব চাষীদের সঙ্গে নিয়ে স্থানীয় এলাকায় চাষ করা এসিআই সীডের বীজ আলুর ক্ষেত পরিদর্শন করেন। এসময় ভাইরাসমুক্ত ও গাছপ্রতি ১০-১২টি বীজ আলু দেখে বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়া আগামি মৌসুমে এসিআই বীজ আলু এই শেরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা-উপজেলায় ব্যাপক চাষ করা হবে বলেও জানান উপস্থিত আলু চাষীরা।