বগুড়ায় শুক্রবার দিনব্যাপী পিঠা উৎসব

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০৬ বার।

পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। হাজার বছর আগ থেকেই কৃষকের ঘরে হেমন্তের ফসল উঠলে তৈরি হতো পিঠা। এই ধারাবাহিকতা চলত শীতকাল পর্যন্ত। এক সময় বাঙালির যে কোনো উৎসব আনন্দে মিশে থাকত রকমারি পিঠা। যান্ত্রিক জীবনে যা আজ অনেকটাই হারাতে বসেছে। 


নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে প্রতি বছরের ন্যায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে জেলার সাংস্কৃতিক সংগঠন  লিটল থিয়েটার এবং ভোর হলো। আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে সহায়তা করবে বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটবগুড়া থিয়েটার এবং কলেজ থিয়েটার

 

আয়োজকেরা জানান, উৎসবে জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজ পিঠার পসরা নিয়ে স্টল বসাবে। সেই সাথে সংস্কৃতি প্রেমিদের উপভোগের জন্য থাকছে দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।