দাঁত হলদেটে হওয়ার যত কারণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৯ বার।

ঝকঝকে দাঁত কার না ভাল লাগে। তবে চাইলেও সবার দাঁত মুক্তার মত সাদা হয় না। নামি ব্রান্ডের পেস্ট ব্যবহার করলেও কারও কারও দাঁতের হলদেটে ভাব দূর হয় না। দাঁত হলদেটে হওয়ার কিছু কারণ রয়েছে-

১. অনেকসময় জিনগত কারণে দাঁত হলুদ দেখায়। যদি আপনার বাবা-মায়ের দাঁত হলুদ থাকে তাহলে আপনার দাঁতের হলদেটে ভাবও দূর করা মুশকিল। আবার ঠিক করে দাঁত না মাজলে কিংবা পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকলেও দাঁত হলুদ হতে পারে। 

২. ঘন ঘন চা খেলে দাঁত তার স্বাভাবিক রঙ হারিয়ে ফেলে। তখন দাঁত হলদেটে দেখায়।

৩. ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশি খেলে দাঁতের রঙ নষ্ট হয়ে যায়। 

৪. অতিরিক্ত মিষ্টি খেলেও দাঁত হলুদ হতে পারে। কারণ মিষ্টি শুধু ক্যাভিটি সৃষ্টি করে না, দাঁতের এনামেলও নষ্ট করে দেয়। তখন দাঁতে হলদেটে ভাব দেখা যায়।

৫. অনেকেই মনে করেন দিনে একবার ব্রাশ করাই যথেষ্ট। কিন্তু রাতে ব্রাশ না করলে দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়।সেই সঙ্গে দাঁতও হলুদ দেখায়।

৬. অতিরিক্ত সফট ড্রিংক দাঁতের ক্ষতি করে।

৭. অতিরিক্ত ধূমপানে দাঁতের ক্ষয় হয়। সেই সঙ্গে দাঁতে হলদেটে ভাবও দেখা দেয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া