বগুড়া লেখক চক্রের আয়োজন

মহাস্থানগড়ে কবিদের মিলন মেলা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

বগুড়ায় এবার কবিদের মিলন মেলা বসেছিল পুণ্ড্রনগর হিসেবে পরিচিত মহাস্থানগড়ের জাহাজ ঘাটায়। শুক্রবার বিকেলে সেই মেলায় কবিতা পাঠের পাশাপাশি কবিরা পুণ্ড্রনগরের ইতিকথাও বর্ণনা করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান। কবিআড্ডা ও কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, আত্রাই বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ করিম মোহাম্মদ, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি জি এম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির। 
অধ্যাপক আব্দুল মান্নান কবিদের সামনে মহাস্থানের ইতিকথা বর্ণনা করেন। তিনি সমাজ পরিবর্তনে কবি-সাহিত্যিকদের বড় ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, ‘কবিরাই পারে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে। যে কাজ এ অঞ্চলে বগুড়া লেখক চক্র শুরু করেছে। একে আরও এগিয়ে নিতে হবে।’
অন্যান্যের বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার সারিয়াকান্দি প্রতিনিধি খায়রুল আলম, সাংস্কৃতিক কর্মী শফিকুল ইসলাম বিপুল, শিল্পী শিলা পারভীন, দৈনিক ভোরের দর্পণের শিবগঞ্জ প্রতিনিধি, আবদুর রউফ রুবেল, ভোরের কাগজের শিবগঞ্জ প্রতিনিধি পবন রায়, সাংবাদিক প্রদীপ মোহন্ত, বজলুর রহমান, হাবীবুল্লাহ জুয়েল, আল আমিন মোহাম্মদ, আফসানা জাকিয়া, সাইফুল ইসলাম বাদল, কবি সাকিল আহমেদ, শাহানুর শাহিন, আবু রায়হান, হিরণ্য হারুন, মিনহাজ উদ্দিন ও আমিনুল ইসলাম রনজু।