দুই ছেলের মারামারি থামাতে যা্ওয়াই কাল হলো

বগুড়ার গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

বগুড়ার গাবতলীতে ছেলের লাঠির আঘাতে আব্দুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মহিষাবান ধোড়াপূর্ব পাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সাত্তার মোল্লা ওই গ্রামের মৃত আলী মোল্লার ছেলে।
ওই ঘটনায় নিহত আব্দুস সাত্তার মোল্লার স্ত্রী জামেলা বেওয়া তার বড় ছেলে জয়নাল আবেদীন ও পুত্রবধু আঙ্গুরী বেগমের বিরুদ্ধে গাবতলী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছেন।
গ্রামবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের আব্দুস সাত্তার মোল্লার মালিকানাধীন পুকুরে তার ছোট ছেলে জহুরুল ইসলাম জুমআ’ার নামাজের পর মাছ ধরতে যায়। খবর পেয়ে বড় ছেলে জয়নাল আবেদীন ও তার স্ত্রী আঙ্গুরী বেগম লাঠিসোটা নিয়ে পুকুরে গিয়ে ছোট ভাই জহুরুল ইসলামকে মাছ ধরতে নিষেধ করে। এ নিয়ে দু’ভাইয়ের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে জয়নাল আবেদীন ও তার স্ত্রী লাঠি দিয়ে জহুরুল ইসলামকে পেটাতে থাকে। দুই সন্তানের মধ্যে মারামারির খবর পেয়ে তাদের বাবা আব্দুস সাত্তার মোল্লা পুকুরের দিকে ছুটে যান এবং তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় বড় ছেলে জয়নাল আবেদীন তার বাবা আব্দুস সাত্তারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশিরা এগিয়ে আসলে জয়নাল আবেদীন ও তার স্ত্রী আঙ্গুরী বেগম পালিয়ে যায়।
গাবতলীর মডেল থানার ওসি সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছি।’