নওগাঁর ধামইরহাট সীমান্তে ফেন্সিডিল ও মদসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৯ বার।

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে তাদের থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়েছে। ওই দিন দুপুরেই আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠায় পুলিশ।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন বলেন, রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৭ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। একইভাবে সোমবার সকালে পাগলদেওয়ান সীমান্ত এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ সুলতান হোসেন (২১), চকচন্ডি সীমান্ত থেকে ৮ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ বোরহান (৩০) ও রিপন হোসেন (২২) কে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।