বগুড়া মোঃ আলী হাসপাতালের কর্মচারী ও করোনা যোদ্ধার মৃত্যুতে শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের অফিস সহায়ক ও করোনাকালীন সম্মুখযোদ্ধা এনেরা খাতুন(৪২) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রজিউন)। সোমবার সকালে করোনা পরবর্তী ফুসফুসের জটিলতায়( পোস্ট কোভিড ফাইব্রোসিস) মারা যান তিনি। তার মৃত্যুতে বগুড়ার সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারী শোক জানিয়েছেন। 

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল জানান, এরেনা খাতুন প্রথমে ১২জুন এবং এরপর ২২ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন। ২য় বার করোনায় আক্রান্ত হওয়ার পর  দ্বিতীয় বার আক্রান্ত  হওয়ার পর থেকেই তিনি মাঝে মাঝেই মোহাম্মদ আলী হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতেন।  পরবর্তীতে সিটি স্ক্যান করে জানা যায়  তার ফুসফুসের ৭৫ শতাংশ অকেজো। পরবর্তীতে শজিমেক  করোনা ইউনিট  থেকে  বিএস এম এম ইউ এর করোনা ইউনিটে স্থানান্তর করা হলে  সোমবাার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। 

ডাঃ কাজল আরও জানান, মরহুমার নামাজে জানাজা  মোহাম্মদ আলী হাসপাতাল গ্রাউন্ডে  রাত্রি সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ভাই পাগলার মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।