ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত টলিউডের একাধিক শিল্পী; বাড়ছে জল্পনা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৭:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১ বার।

দিন কয়েক আগে টলিউডের এক ঝাঁক তারকা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে দেখা গেল টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের। রীতিমতো চাঁদেরহাট বলতে যা বোঝায় তাই। 

সোমবার রাতে কলকাতার এক পাঁচতারা হোটেলের সেই অনুষ্ঠানে কে ছিল না? ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, মমতা শংকর, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, হিরন, পরিচালক গৌতম ঘোষ, কৌশিক গাঙ্গুলী, অনীক দত্ত, প্রযোজক মহেন্দ্র সোনি, নিশপাল রানা, সংগীত শিল্পী রশিদ খানের মত সেলেবরা। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রীয়, বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাসগুপ্ত-এর মত বিজেপি নেতা-নেত্রীরাও। 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর-এর ডাকে সাড়া দিয়েই ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের ব্যানারে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টলি তারকারা। 

 

দিন কয়েক আগেই টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর সাথে বিজেপি নেতা অরিন্দম গাঙ্গুলীর সাক্ষাৎ নিয়ে জল্পনা ছড়িয়ে ছিল। যদিও জল্পনায় ইতি টানতে প্রসেনজিৎ জানিয়েছিলেন রাজনীতিতে আসার দিচ্ছে তার নেই। তাই হয়ত এদিনের অনুষ্ঠানে প্রসেনজিৎকে দেখা যায়নি। উপস্থিত ছিলেন তার বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। 
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নজর টলিউডের দিকে। গত একমাসে রুদ্রনীল ঘোষ, যশ দাসগুপ্ত, হিরণ, কৌশিক রায়, পাপিয়া অধিকারীসহ একাধিক তারকা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এমন অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে ফের একাধিক টলিউড সেলিব্রেটির উপস্থিতি স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে। 

গতকালের অনুষ্ঠান থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার-এর আদলে বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের নামেওর জাতীয় স্তরে একটি পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী।