রিয়ালকে টুপি খোলা শ্রদ্ধা গার্দিওয়ালার!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬০ বার।

বার্সেলোনা-বায়ার্নের কোচ ছিলেন পেপ গার্দিওয়ালা।  এখন ম্যানসিটির দায়িত্বে তিনি। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা অজানা নয় কারও। মরিনহো-গার্দিওয়ালা দ্বন্দ্বটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তারা! এরপর ক্যারিয়ারে মোড় নিয়েছে পেপের। রিয়ালেরও কত কোচ এল গেল। কিন্তু গার্দিওয়ালা  রিয়ালের কোচ হচ্ছেন এমন খবর ভুলেও দেখা যায়নি।  রিয়ালের প্রশংসা সম্ভবত পেপের মুখে মানায় না। বল মানেই বার্সা ভক্তদের মনে ব্যথা দেওয়া। তবে এবার ওসবের উর্দ্ধে গিয়ে রিয়ালকে টুপি খোলা অভিনন্দন জানালেন  সাবেক বার্সা কোচ। 

গার্দিওয়ালা বলেন, 'আপনাকে অবশ্যই রিয়াল মাদ্রিদকে টুপি খোলা অভিনন্দন জানানো উচিত। যখন কেউ পরপর তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতবে তখন সেটা বিশেষ একটা দল। এটা খুব কঠিন একটা লড়াই। তাদের সম্মান না জানিয়ে উপায় নেই। আমাদের এবার নিশ্চিত করার চেষ্টা করতে হবে যে, পরপর চারটা শিরোপা যেন তারা না পায়।'

রিয়াল মাদ্রিদের কোচ কে সেটা ব্যাপার নয়।  পেপ গার্দিওয়ালার মতে, 'তাদের কোচ যেই হোক না কেন রিয়াল মাদ্রিদ ভয়ঙ্কর দল। রোনালদো থাক বা না থাক রিয়াল কঠিন প্রতিপক্ষ। তবে তারা প্রতি মৌসুমে ৫০ থেকে ৬০টি করে গোল করা একজন তারকা হারিয়েছে। শুধু গোল কেন, গুরুত্বপূর্ণ সময়ে ঘুরে দাঁড়াতেও তার জুড়ি নেই। রোনালদো অসাধারণ ফুটবলার।' 

রিয়াল মাদ্রিদের প্রশংসা বলে কয়ে বের হয় না তার মুখে। সুযোগ পেয়ে তাই প্রসংসা ঝাঁপি খুলে দিয়েছেন পেপ, 'তাদের মধ্যে বিশেষ কিছু একটা আছে। আলাদা করে বললে, তারা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তারা কখনো খারাপা খেলে বলে আমার মনে হয় না। বছরের পর বছর তাদের ধারাবাহিকতার প্রশংসা করছি আমি। আমি তো আশা করি, তাদের সঙ্গে অহরহ ম্যাচ হোক আমাদের। ফুটবলের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে আমরা সম্মান দেখিয়ে খেলতে চাই।' 

কিন্তু যখনই সমালোচনা করার সুযোগ পেলেন পেপ গার্দিওয়ালা অচেনা হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হলো গেল দশকের সেরা তিন দল কারা। পেপ রিয়ালের নাম নিলেনই না, 'জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। এই তিনটিই দশক সেরা তিন ক্লাব। কারণ প্রায় প্রত্যেক মৌসুমে তারা লিগ শিরোপা জেতে।  লিগ শিরোপা এবং অন্যান্য বিষয় গণনায় আনলে এই দশকে রিয়াল সেরা দল নয়। দশ বছরের মধ্যে জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা এটা ছয়-সাতবার করে জিতেছে। রিয়াল জিতেছে দু'বারের মতো।'

এছাড়া পেপ জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে হারাতে পারা তাকে খুব আনন্দ দিত। তাদেরকে ৫-০ গোলে হারানোর চিন্তা মজার স্বপ্নের মতো। রিয়ালের কোচ হিসেবে নিয়োগ পাওয়া সংস্কৃতি বিরুদ্ধ ব্যাপার। রিয়াল মাদ্রিদের শক্তি বলতে তিনি মনে করেন তাদের পাল্টা আক্রমণ। তারা এটা শুরু করলে অপ্রতিরোধ্য হয়ে যায়। প্রথম লেগ হোক কিংবা দ্বিতীয় লেগ তাদেরকে একবার দৌড়াবার সুযোগ দিলে তা খুবই ঝুঁকিতে পরিণত হবে।