‘সৃষ্টিকর্তার হাতে’ নিউজিল্যান্ডের গ্রাম!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৬ বার।

দাবানলের হুমকির মুখে নিউজিল্যান্ডের একটি গ্রামের সব লোকজনকে শনিবার সরিয়ে নেয়া হয়েছে। ওই গ্রামকে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

গ্রামটির ঘরবাড়িগুলো ভয়াবহ দাবানলের হুমকির মুখে পড়ায় সেখানে বসবাস করা তিন হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

দমকল বাহিনীর কর্মীরা জানান, তারা এমন ভয়াবহ পরিস্থিতিতে গ্রাম রক্ষার বিষয়টি ‘সৃষ্টিকর্তার হাতে’ ছেড়ে দিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, দাবানল ছড়িয়ে পড়ার কারণে ওয়েকফিল্ড শহরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলটি ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামাঞ্চল নেলসনের দিকে ধেয়ে আসছে।

মঙ্গলবার গ্রামাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

দেশটির আঞ্চলিক পুলিশ কমান্ডার জানি হোপার জানান, নির্দেশনা অনুযায়ী ওয়েকফিল্ড থেকে সব লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

রোববার দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানা গেছে। স্থানীয় দমকল বাহিনীর প্রধান জন সুটন বলেন, ‘সত্যি কথা বলতে কালকের (রোববার) ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন।’