ধুনটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারপিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯০ বার।

বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সোহেল রানা (২০) নামের এক শিক্ষার্থীকে মারপিট করার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ ধুনট পৌর এলাকার সদরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা ওই পাড়ার মতিয়ার রহমানের ছেলে এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট সদরপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ি শরিফুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত। মাদকদ্রব্য বিক্রির দায়ে পুলিশ তাকে গ্রেফতার করে একাধিকবার কারাগারে পাঠায়। কিন্তু কারাগার থেকে মুক্তিপেয়ে এলাকায় ফিরেই মাদকদ্রব্য বিক্রি শুরু করে। সে প্রায়ই মাদকদ্রব্য নিয়ে কলেজ ছাত্র সোহেলের বাড়ীর পাশ দিয়ে যাওয়া-আসা করে। শনিবার রাত ১০টায় শরিফুল ওই পথে মাদকদ্রব্য বহনকালে সোহেল প্রতিবাদ করে। এসময় ক্ষিপ্ত হয়ে সে কলেজ ছাত্র সোহেলকে মারপিট করে। এতে সোহেলের মাথায় কেটে যায় এবং শরীরের বিভিন্নস্থানে জখম হয়। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবীদের অত্যাচার বৃদ্ধি পেয়েছে। নিরহ মানুষকে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে ব্যবসা পরিচালনা করছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কলেজ ছাত্র সোহেলকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ীসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।