আরও ১২২ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য দ্বিতীয় ধাপে ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে জানিয়ে তিনি বলেন, এটা তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ।

এর আগে শনিবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৪ বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় মনোনীত ৮৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এবার পাঁচ ধাপে উপজেলা নির্বাচন হবে। আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এই নির্বাচন। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী ১৮ মার্চ। এরপর তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ও শেষ ধাপে ১৮ জুন ভোট গ্রহণ করা হবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করছে না বিএনপি।