পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

চূড়ান্ত হলো পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি। অন্তত একটি ম্যাচ দেশের মাটিতে আয়োজনের আশা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সায় দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে তারা খেলবে এই ‘অ্যাওয়ে’ সিরিজ।

আগামী ২২ থেকে ৩১ মার্চ হবে এই সিরিজ। প্রথম দুটি ম্যাচ হবে শারজায়। এক বছরেরও বেশি সময় পর এই ভেন্যুতে হবে আন্তর্জাতিক ম্যাচ। ২২ ও ২৪ মার্চের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে শারজা ক্রিকেট স্টেডিয়াম।

আবুধাবিতে ২৭ মার্চ হবে তৃতীয় ওয়ানডে। আর ২৯ ও ৩১ মার্চ দুবাইয়ে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।

বিশ্বকাপের আগে এই সিরিজকে দারুণ প্রস্তুতি হিসেবে দেখছে পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর জাকির খান, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এই সিরিজ দিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি মূল্যায়ন করার দারুণ সুযোগ পাবে পাকিস্তান।’

সংযুক্ত আরব আমিরাতে গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। দুটি সিরিজেই হেরে যায় তারা।

সবশেষ দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। স্বাগতিক অস্ট্রেলিয়া সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। ক্রিকইনফো