বগুড়ায় ছুরিকাঘাতে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ আহত ৪

দোস্ত আউয়াল
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৯৬০ বার।

বগুড়ায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের এক শিক্ষকসহ বহিরাগত তিনজন শিক্ষার্থী ছুরিকাহত হয়েছে। আহতরা হলো- প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের শিক্ষক সানাউল হক সানা এবং সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ইসতিয়াক আহমেদ ও আফাস হোসেন অভি এবং শিশির নিকাত। তবে শিশির কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তা জানা যায় নি। অপর দুইজন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী। সোমবার সাড়ে ১২ টায় প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলার সময় ওই ঘটনা ঘটে। আহত ওই শিক্ষক প্রাথমিকভাবে চিকিৎসা নেন এবং অপর তিনজনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়,ওই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ভিতরে থাকা বেশ কয়েকজন বহিরাগত ছেলে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্রদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। 

এসময় তাদের বিরোধ থামাতে দ্রুত সেখানে প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছানাউল হক ছানা এগিয়ে যান। পরে বহিরাগতরা ওই শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে বিরোধের মূল কারণ জানা যায় নি।

সদর থানার ওসি এস এম বদিউজ্জামান পুণ্ড্রকথাকে জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে পুরো ঘটোনাটি আমরা দেখেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, বহিরাগত যুবকদের কারণে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা প্রসাশনিকভাবে ব্যবস্থা নিব।

উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল গফুর জানান, ঘটনাটি জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী জানায়, এত বড় অনুষ্ঠানে নিরাপত্তার জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিলো না।