তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২১ ১১:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

শীতের বিদায়ে বাড়ছে দেশের তাপমাত্রা। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার (৩ মার্চ) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার (২ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।