পিএসজির দুই ফলা শেষ, ভরসা এমবাপ্পে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৮ বার।

চোটে পড়ায় নেইমারকে হারিয়ে ঘুম হারাম পিএসজি কোচের। চ্যাম্পিয়নস লিগে দলের সেরা তারকা ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখবেন কি করে। ভরসা হয়তো হারাননি। এমবাপ্পে-কাভানি, ডি মারিয়া-ভেরাত্তিরা তো ছিলেন। কিন্তু হায়, কাভানিরও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ শেষ। মাঝমাঠে ভরসা দিতে থাকা ভেরাত্তি এখনও ফিট নন। ক্লাব ছাড়তে চাওয়ায় র‌্যাবিয়ট দলে জায়গা পাচ্ছেন না। এ মুহূর্তে প্যারিসের অসুখী মানুষ তাই পিএসজি কোচ টমাস টাখেল। ত্রিফলার দুই ফলা ভেঙে গেছে।  তার ভরসা এখন তরুণ এমবাপ্পে।

অথচ চ্যাম্পিয়নস লিগের শেষ ষেলোর ড্র হতেই কোয়ার্টার ফাইনালের সবুজ বাতি জ্বলে উঠেছিল পিএসজির সামনে। মরিনহোর ম্যানইউ তখন ধুঁকছে। সোলসকায়ের সেই ম্যানইউকে জাগিয়ে তুলেছে। ওদিকে চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া পিএসজি হয়ে গেছে ভোতা। এই বিপদের মধ্যে ম্যাচটা পিএসজির বুধবার রাতে খেলতে হবে ম্যানইউয়ের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে।

দলের সেরা তারকাদের হারিয়ে হতাশা ঝড়ে পড়েছে পিএসজি কোচের মুখ থেকে। বরুসিয়া ডর্টমুন্ডে তিনি কোচিং করিয়েছেন। দলকে চ্যাম্পিয়নস লিগে ভালো ফল এনে দিয়েছেন। কিন্তু এমন পরিস্থিতিতে সম্ভবত তাকে পড়তে হয়নি, ‘আমাদের হাতে নেইমারের কোন বিকল্প নেই। নেই কাভানির জায়গা পূরণ করার মতো কেউ। প্লান ‘বি’নয় এখন আমাদের ভাবতে হচ্ছে প্লান ‘ডি’ নিয়ে।’

পিএসজি ভরসা দেওয়ার মতো কিলিয়ান এমবাপ্পে থাকলেও চলতি মৌসুমে খুব একটা ভরসা তিনি দলকে দিতে পারছেন না। এমবাপ্পে তার খেলা শেষ ৫৯৫ মিনিটি গোল করেছেন মোটে একটি। তবে তাকেই সামলাতে হবে আক্রমণ তথা দলকে চ্যাম্পিয়নস লিগে টিকিয়ে রাখার দায়িত্ব। একা এমবাপ্পেতে ভরসা রাখতে পারছেন না কোচও, ‘খুবই কঠিন। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য আমাদের দারুণ সব খেলায়াড় ছিল। তাদেরকে একসঙ্গে হারানো আমার কাছে অসম্ভবের মতো ব্যাপার মনে হচ্ছে।’ 

পিএসজির চিন্তা শুধু আক্রমণ নিয়ে নয় আছে আরও অনেক জায়গা নিয়ে। র‌্যাবিয়ট অনুশীলনে ফিরলেও দলে ফিরবেন কিনা বলা মুশকিল। দানি আলভেস খেলছেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। অথচ ক্যারিয়ার জুড়ে রাইট ব্যাকে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন তিনি।  তার পছন্দের জায়গা ফিরে পেতে চান এই তারকা। মারকুইনোস খেলছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। তিনিও জায়গা নিয়ে খুশি নন। গেটিস দিয়ে দল চালিয়ে নিতে হচ্ছে কোচকে।

দলবদলের মৌসুমে ফুটবলার কেনাবেচা করতে পারেনি পিএসজি। কারণ আগেই তারা উয়েফার নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ আছে। সবমিলিয়ে কাজটা কঠিন হয়ে গেছে তাদের জন্য। দলবদলের মৌসুমে নতুন তারকা আনার ব্যাপারে প্রশ্ন তোলায় তাই পিএসজির স্পোটিং ডিরেক্টর অ্যান্তোনিও হেনরিকের ওপর রাগই দেখালেন পিএসজি কোচ টাখেল, ‘এ প্রশ্নটা অবশ্যই অ্যান্তোনিওকে করা উচিত।’