নাগরিকত্ব বিলের প্রতিবাদে ‘ভারতরত্ন’ প্রত্যাখ্যান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে ‘ভারতরত্ন’ পুরস্কার প্রত্যাখ্যান করেছে প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত ভূপেন হাজারিকার পরিবার।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভূপেন হাজারিকার একমাত্র ছেলে তেজ হাজারিকা জানিয়েছেন, তারা এই পুরস্কার গ্রহণ করবেন না।

তিনি বলেন, আমি আসামের বর্তমান পরিস্থিতি জানি। বাবা সবসময় এখানকার মানুষের পাশে ছিলেন। এই সংকটের সময়ে তিনি বেঁচে থাকলেও হয়তো এই সম্মাননা গ্রহন করতেন না। তাই তার ছেলে হিসেবে আমিও ভারত সরকারের দেয়া এ মরণোত্তর সম্মাননা গ্রহণ করতে চাই না।

তেজ হাজারিকা আরও বলেন, এই মুহূর্তে আমি আসামের মানুষের জন্য শুধু এটুকুই করতে পারি। আমার মন ও বিবেক আমাকে সম্মাননা গ্রহণ না করতেই উপদেশ দিচ্ছে। সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বাবা, তিনি সব সম্মাননার ঊর্ধ্বে।

কিংবদন্তী গায়ক-সুরকার ভূপেন হাজারিকাকে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং সমাজকর্মী প্রয়াত নানজী দেশমুখের সঙ্গে এই প্রজাতন্ত্র দিবসে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ পুরস্কার দেয়া হয়। খবর সমকাল অনালাইন