আউয়াল সভাপতি সম্পদ সা. সম্পাদক

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সুহৃদের নতুন কমিটি

দোস্ত আউয়াল
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪২৯ বার।

সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার বিকেলে কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে সুহৃদ সমাবেশের এক সভায় ৩১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কমিটি নির্বাচন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার উপদেষ্টা ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। 
বিশেষ অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সুব্রত কুমার সাহা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সুহৃদ সমাবেশ বগুড়ার উপদেষ্টা ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক লাবলু সরকার এবং  রসায়ন বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সাবেক সভাপতি মুন্সি তারিকুল আলম ডলার। সভাপতিত্ব করেন সমকাল বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ।
আলোচনা শেষে সদস্যদের সম্মতিতে প্রথমে সমকাল সুহৃদ সমাবেশ সরকারি আজিজুল হক কলেজ কমিটির পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা  হয়। তাঁরা হলেন- ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোস্তফা কামাল সরকার, বাংলা বিভাগের প্রভাষক মোঃ লাবলু সরকার, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ ইব্রাহিম হোসেন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আরিফুজ্জামান।
পরে সুহৃদ সদস্যদের মতামতের ভিত্তিতে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল আউয়ালকে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র সামিউল হাসিব সম্পদকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। অন্যরা হলেন- আকতারুজ্জামান সোহাগ (সহ-সভাপতি), শিবলি সাদিক (যুগ্ম সাধারণ সম্পাদক), আব্দুস সামাদ (সাংগঠনিক সম্পাদক), শরিফুল ইসলাম (সহ সাংগঠনিক সম্পাদক), সুজন আহম্মেদ (অর্থ ও দপ্তর সম্পাদক), আনোয়ার হোসেন (সহ অর্থ ও দপ্তর সম্পাদক), জান্নাতুল মুমু (সাহিত্য সংস্কৃতি ও প্রচার সম্পাদক), আতিক হাসান (সহ সাহিত্য সংস্কৃতি ও প্রচার সম্পাদক), ইভা খাতুন (নারী বিষয়ক সম্পাদক), আইনান তাজরিয়ান (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) ও রায়হান ম-ল (ক্রীড়া বিষয়ক সম্পাদক)।
নির্বাহী সদস্যরা হলেন- মুজাহিদুল ইসলাম জাহিদ, সবুজ কুমার, মেহেরুন্নেসা ইতি, ফয়সাল আহমেদ, ফরহাদ অভি, শাহীন আলম, ওয়াহেদুজ্জামান তুষার, জিহাদ সরকার, শফিউজ্জামান, জুলফিকার আলী, ফজলে রাব্বী, সাইমা বিনতে আলম, সুচনা শ্রুতি, অপরাজিতা মুখার্জ্জী, সাব্বির হোসেন, আহসান হাবিব রাজু, ইসরাত আমান ও কেয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সাধারণ সম্পাদক অরূপ রতন শীল, সাহিত্য সংস্কৃতি ও প্রচার সম্পাদক অসীম কুমার কৌশিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল হক এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত কুমার।
সভায় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী সমকাল সুহৃদ সমাবেশকে ‘ভালো মানুষ তৈরির সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘ সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা এতে যুক্ত হওয়ায় অধ্যক্ষ হিসেবে আমি খুবই আনন্দিত। আমি আশা করি সুহৃদ সমাবেশের নতুন কমিটিতে যারা অন্তর্ভূক্ত হয়েছে তারা নিজেদেরকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।’
লেখকঃ সভাপতি, সুহৃদ সমাবেশ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ।