অতিথিদের নিয়ে ঘুরতে বের হওয়া ৩০০ গাড়ি নিখোঁজ!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭১ বার।

গত বছর পাপুয়া নিউগিনিতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে আসা অতিথিদের নিয়ে দেশটির রাজধানীতে ঘুরতে বের হওয়া প্রায় ৩০০ বিলাসবহুল গাড়ি নিখোঁজ রয়েছে। সম্মেলনে আগত বিশ্বনেতাদের কর্মকর্তাদের গাড়িগুলো ধার দেওয়া হয়েছিল। খবর বিবিসির।

মঙ্গলবার দেশটির এক পুলিশ কমান্ডার জানিয়েছেন, সেসব গাড়ির মধ্যে ২৮৪টি গাড়ি নিখোঁজ হয়ে গেছে।

দামি এমব ব্র্যান্ডের গাড়িগুলোর মধ্যে রয়েছে ল্যান্ডক্রুইজার, ফোর্ড, মাজডা ও পাজেরো গাড়ি। এমন তথ্য জানিয়েছেন দেশটির পুলিশ সুপার ডেনিস কোরকোরান। তবে এসব গাড়ির মধ্যে সবচেয়ে দামি যেগুলো সেই মাজারাটি গাড়িগুলোর হদিস পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এসব গাড়ির প্রতিটির মূল্য এক লাখ ডলারেরও বেশি।

৪০টি মাজারাটির সবগুলো ও তিনটি বেন্টলি খুব ভালো ও তালাবদ্ধ অবস্থায় প্রধান জাহাজঘাটার একটি পুরনো জেটির শেডের মধ্যে আছে বলে জানান দেশটির এক পুলিশ কর্মকর্তা।

এদিকে এমন ঘটনায় পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে এসব গাড়ি খুঁজে বের করতে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে এসপি কোরকোরান বলেছেন, অ্যাপেক সম্মেলনের সময় ব্যবহারের জন্য বিভিন্ন ব্যক্তিকে দেওয়া গাড়িগুলোর মধ্যে ২৮৪টি এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি।

পুলিশের বক্তব্য নিখোঁজ গাড়িগুলোর মধ্যে নয়টি চুরি হয়ে গেছে এবং কিছু গাড়ির পার্টস সরিয়ে ফেলা হয়েছে। তবে অভিযানের মুখে যেসব গাড়ি ফেরত দেওয়া হয়েছে সেগুলোর অবস্থাও ‘খুব নাজুক’।