এক মঞ্চে তের নারী, সবার কণ্ঠে বর্ষার বন্দনা!

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৭ জুলাই ২০১৮ ১৪:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৩ বার।

এক মঞ্চে তের নারী! সবার কণ্ঠে বর্ষার বন্দনা- যেন কবিতার বৃষ্টি নেমেছিল বগুড়ার উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে। শিল্প-সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘দোআঁশ’-এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় নারীদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। ‘বর্ষার পঙক্তিমালা’ শিরোনামে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি-গবেষক অনীক মাহমুদ।
কবিরা বলে থাকেন, বাংলা কবিতায়, বাংলাদেশের কবিতায় বর্ষা-বাদল প্রবেশ করেছে কিংবা নিজেকে মেলে ধরেছে কবির স্বপ্ন-কল্পনা, অভিজ্ঞতা আর অনুভবের নিবিড়তায়। এসব বর্ষা-বন্দনায় আছে আকুতি-প্রার্থনা, যন্ত্রণা ও আনন্দ। আছে আশাবাদের প্রবল আলোও। বর্ষার সেই বন্দনা যখন নারী কণ্ঠে উচ্চারিত হয় তখন সেটি যেন সুর আর ছন্দও খুঁজে নেয়। কোমল কণ্ঠের সেই উচ্চারণ হয়ে ওঠে গীতিময় কোন কাব্য।
আয়োজকরা জানিয়েছেন, দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিকের আমন্ত্রণ সাড়া দিয়ে বগুড়ার বাইরের জেলারও কয়েকজন নারী কবি হাজির ছিলেন। প্রত্যেককেই  দোআাঁশের পক্ষ থেকে উত্তরীয় এবং শুচ্ছো স্মারক প্রদান করা হয়।
কবিতায় যারা বর্ষার বন্দনা করেছেন তারা হলেন কামরুন নাহার কুহেলী, এস এম সাথী বেগম, তিথি আফরোজ, আফসানা জাকিয়া, নাসরিন বেগম নাজ, রোমানা মেহের, অঞ্জলী রানী দেবী, সারমিন সীমা, মাহবুবা পারভীন, কুমকুম খাতুন, শ্যামলী বিনতে আমজাদ, রুমানা সারমিন এবং শুভ্রা সাহা। তাদের পঠিত কবিতার উপর আলোচনায় অংশ নেন কবি-প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। স্বরচিত কবি পাঠের পর আবৃত্তি পর্বে অংশ নেন শরীফ মজুমদার, অলোক পাল, আবু বকর ছিদ্দিক এবং শাহানুর আলম শাহিন।
উদ্বোধনী পবে কবি-প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি শিবলী মোকতাদির, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচায্য শংকর, শিবগঞ্জ এম এইচ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। সমাপনী পর্বে দোআঁশ সম্পাদক ইসলাম রফিকের সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, আত্রাই বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি করিম মোহাম্মদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি কামরুন নাহার কুহেলী।