সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখা হয়েছিল

বগুড়ায়  দুই কোচিং সেন্টার সিলগালা: দুই শিক্ষকের জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৫ বার।

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত বুধবার শহরের জলেশ্বরীতলা এলাকার দু’টি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত আদালত অপর দুই শিক্ষককে জরিমানাও করেছে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আদালতের অভিযান চলে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা আদালতের কার্যক্রমে সহায়তা দেন।
যে দু’টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে সেগুলো হলো: জলেশ্বরীতলার ‘সনি (ছোট সনি) স্যারের কোচিং’ এবং ‘উচ্ছ্বাস কোচিং’। যে দু’জন শিক্ষককে জরিমানা করা হয়েছে তারা হলেনঃ এডমিড কোচিং সেন্টারের পরিচালক আব্দুল মান্নাফ ও গণিতের শিক্ষক নাসির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার জানান, অভিযুক্ত দুই শিক্ষককে ২০০টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদ-ের আদেশ দেওয়া হয়। তবে তারা জরিমানা প্রদান করায় কারাগরে যেতে হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো সেই নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করাচ্ছিলেন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা চলাকালীন এই অভিযান অব্যাহত থাকবে।’