বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেস কমিটির উদ্বেগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৫ বার।
একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে একটি চিঠি পাঠিয়েছে মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি, যেখানে বাংলাদেশে গণতন্ত্র ‘ভুল পথে চলছে’ বলে মন্তব্য করা হয়েছে।

বাংলাদেশের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।খবর বিডিনিউজ২৪ডটকম।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচন ‘সুষ্ঠু’ হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করে এলেও মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি তাদের চিঠিতে বলেছে, ভোটে ‘ব্যাপক জালিয়াতি ও ভোটারদের বাধা দেওয়ার’ যে অভিযোগ এসেছে, তা অবশ্যই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ।

চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশের গণতন্ত্র নেতিবাচক পথে ধাবিত হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেসব গুরুতর অভিযোগ উঠেছে, সেই প্রবণতাকে পররাষ্ট্র দপ্তর কীভাবে দেখছে তা জানাতে অনুরোধ করছি।”

কংগ্রেসে নিউ ইয়র্কের প্রতিনিধিত্ব করা ইলিয়ট এল অ্যাঞ্জেলের নেতৃত্বাধীন এই কমিটি তাদের চিঠিতে লিখেছে, যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশান্ত ও ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সমর্থন দিয়ে যাওয়া খূবই গুরুত্বপূর্ণ।

“আর বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক অনিয়মের যেসব খবর এসেছে, তা সেই স্বার্থের জন্য গুরুতর হুমকি।”

যেখানে বাংলাদেশের একটি ‘গৌরবময় গণতান্ত্রিক ঐতিহ্য’ রয়েছে, সেখানে নির্বাচন ঘিরে ‘সহিংসতা, গণগ্রেপ্তার এবং বাক স্বাধীনতা হরণের’ অভিযোগ আসায় হতাশা প্রকাশ করেছে কমিটি।

চিঠিতে বলা হয়েছে, এই নির্বাচনে ৯৬ শতাংশ আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগ, যা প্রধান বিরোধী দলের বর্জনের মধ্যে হওয়া ২০১৪ সালের নির্বাচনের চেয়েও বেশি।

চলতি বছর আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ডসহ এশিয়ায় বিভিন্ন দেশে নির্বাচনের সূচি থাকার কথা মনে করিয়ে দিয়ে মাইক পম্পেওকে লেখা চিঠিতে কংগ্রেস কমিটি বলেছে, গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার, তা প্রদর্শন করা জরুরি এবং “বাংলাদেশকে দিয়েই তার সূচনা হওয়া উচিৎ।”