বগুড়ায় পালিত হলো বসন্ত উৎসব

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৩ বার।

প্রকৃতির নবরূপ ছুঁই ছুঁই। বসন্তের ডাকে সাড়া দিয়ে তাই পাখীরা দলবেঁধে আকাশে ছুটে চলেছে। আমগাছে মুকুল উঁকি দিচ্ছে। সকলেই যেন বসন্তের আগমনে মাতাল। বগুড়াবাসীও  এর ব্যাতিক্রম নয়। ছুটে এসেছে এডওয়ার্ড পৌরপার্কে। বুধবার বিকালে রোমেনা আফাজ মঞ্চে সংশপ্তক থিয়াটারের উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য, গান, কবিতা আবৃত্তিসহ বসন্তের সেরা জুটি নামে এক বিশেষ খেলারও আয়োজন করা করা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়…… গানের সাথে নৃত্য পরিবেশন করা হয়। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। এছাড়াও সম্মানিত অথিতি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়ানা, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, জেলা শাখার শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদত হোসেন, সংশপ্তকের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন এবং নিভা সরকার পুর্ণিমা।

বসন্ত উৎসবের ওই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বাঙালীর ঐতিহ্য ফুটে উঠে এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে। বাংলাদেশ থেকে যেন গ্রাম বাংলার ঐতিহ্যগুলো হারিয়ে না যায় তাই বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে সেগুলো তুলে ধরতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য এরকম উৎসব গুলো আরো বড় পরিসরে করেত হবে। আগামীতে এই উৎসবকে মেলায় পরিণত করার পরিকল্পনা রয়েছে আমাদের।

এরপর ফাগুনের গান ও বিভিন্ন কবিতা নিয়ে মঞ্চ আলোকিত করে ঘাস্ফুল এবং বিহঙ্গ নামক সাংস্কৃতিক অঙ্গনের ক্ষুদে শিল্পীরা।একপর্যায়ে ফানুস উড়ানোর মাধ্যমে বসন্তকে স্বাগত জানানো হয় এবং বসন্তের সেরা দম্পতি নামে ওই খেলা হয়। 

দর্শকদের সাথে কথা বললে ঠনঠনিয়ার রাহিত ‘পুণ্ড্রকথাকে ‘ জানায়, খুবই ভালো লাগছে ১লা ফাগুনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। তিথি নামে আরেকজন জানায়, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে।

অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান করা হয়।