টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৪৮ বার।

বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (টিপিএসসি) জয়পুরপাড়ায় বৃহস্পতিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গানের তালে তালে ডিসপ্লে নৃত্য, যেমন খুশী সাজ, ছোটদের বিস্কুট দৌড়, এক পায়ে দৌড়, বস্তা দৌড়সহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আয়শা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ এবং টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম (বিটু), কাউন্সিলর মোরশেদ মিটন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মতিউর রহমান, পরামর্শক (শিক্ষা) ও ডমিন প্রধান খোরশেদ আলম এবং চিফ প্রোগ্রাম সেক্টর জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন টিএমএসএস এর চেয়ারম্যান,পরামর্শক,উপদেষ্টা, পরিচালনা পর্ষদের সদস্যসহ শিক্ষার্থী এবং অভিভাবকগণ ।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মহসীন আলী।