কাশ্মীরে ভারতীয় জওয়ানদের গাড়িতে বোমা হামলা, নিহত ১৮

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১৮ জওয়ান নিহত হয়েছেন।

এতে অনেকে হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যমটির প্রতিবেদনে জানা যায়।  

বৃহস্পতিবার সিআরপিএফ সদস্যদের বহন করা দুটি গাড়িতে জঙ্গিদের বোমা বিস্ফোরণে জওয়ানরা নিহত হয়। জওয়ানদের একটি বাসের মাধ্যমে অন্যটির বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, এক জাইশ-ই-মোহাম্মাদ সন্ত্রাসী বিস্ফোরক-বহনকারী গাড়িতে ভ্রমণ করছিল। ওই বাসটিতে ৫৪ ব্যাটালিয়ন সিআরপিএফ জওয়ানরা ছিল।

প্রতিবেদনে বলা হয়, আইইডির বিস্ফোরণের পর শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়।

সিআরপিএফের অপারেশন আইজি জুলফিকার হাসান বলেন, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ৭০টি যানবহন ছিল। এর মধ্যে একটিতে হামলা করা হয়। সন্ত্রাসী হামলার ঘটনায় কাশ্মীর পুলিশ তদন্ত শুরু করেছে। খবর যুগান্তর অনলাইন