এমপি হতে না পেরে হতাশ অভিনেত্রীরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন না পেয়ে মন ভেঙেছে অনেক চিত্র তারকার।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকায় নিজেদের না দেখে অনেকটাই হতাশ চলচ্চিত্র ও ছোট পর্দার সেসব তারকারা।

এবার অনেক অভিনেত্রী আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চেয়েছিলেন। এ তালিকায় ছিলেন বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেত্রী থেকে উঠতি নায়িকাদের অনেকেই।

সংসদ সদস্য হয়ে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করার স্বপ্নটা অপূর্ণ রয়ে গেলে তাদের। সে কারণেই মন খারাপ হয়েছে তাদের। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিনেত্রী বলেছেন, সবার ভাগ্যে কি সব কিছু জোটে? 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে অভিনেত্রীদের কার্যক্রম ছিল বেশ লক্ষণীয়। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী ও শমী কায়সার একই আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন। যদিও তাদের কাউকেই মনোনয়ন দেয়নি আওয়ামী লীগের কেন্দ্র থেকে।

এ দুজন বাদে এমপি হতে আশাবাদী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও অপু বিশ্বাস। সংসদের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেলেন তারা।

এছাড়াও যেসব শোবিজের মুখ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারা হলেন - সুজাতা, কবরী, দিলারা, নূতন, রোকেয়া প্রাচী, শমী কায়সার, মৌসুমী, অপু বিশ্বাস, সাহারা, শাহনূর, তারিন জাহান, জ্যোতিকা জ্যোতি, সুইটি, মিষ্টি জান্নাতসহ বেশ কজন অভিনেত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই রাজনীতির মাঠে গণসংযোগও করেছেন তাদের অনেকে। এসময় শুটিংয়ে তাদের অনেককেই খুজেঁ পাওয়া যায়নি।

তবে এতো শ্রম দৌড়ঝাঁপের মধ্যে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। খবর যুগান্তর অনলাইন