বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র নৃত্যনাট্য মঞ্চায়ন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ গীতিকার অমর প্রেমকাহিনী নৃত্যনাট্য মহুয়া পালা মঞ্চস্থ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় টিটু মিলনায়তনে অনুষ্ঠিত নৃত্যনাট্যের শুরুতেই আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ এবং বগুড়া থিয়েটার-এর সভাপতি এএইচ আযম খান-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 
আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু পিএমজেএফ-এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার পুলিশ সুপার বগুড়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ রায় উপ-সচিব মিলিটারি এস্টেট অফিসার বগুড়া ক্যান্টনমেন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া’র সহ-সভাপতি গৌতম কুমার দাস, লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র সেক্রেটারী লায়ন দেবদুলাল দাস সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। 
এরপর বাংলাদেশ পুলিশ কর্তৃক বিপিএম পদক পাওয়ায় বগুড়া’র পুলিশ সুপার মোঃ আলী আশরাফ-কে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। 
পরিশেষে ময়মনসিংহ গীতিকা অমর প্রেমকাহিনী নৃত্যনাট্য মহুয়া পালা মঞ্চস্থ হয়। নৃত্যনাট্যটিতে মূল সাহিত্য দিজি কানাই, নৃত্য নির্দেশনা নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ, সহকারি নৃত্য নির্দেশনা মাহাবুব হাসান সোহাগ, নাট্য নির্দেশনা লায়ন আব্দুল মোবিন। আলোকসজ্জা ঠান্ডু রায়হান, সেট ডিজাইন কেফায়েত ইসলাম, রূপসজ্জায় ছিলেন মোঃ কালাম। 
কৃতজ্ঞতা প্রকাশ করা হয় দেশবরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ’কে। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্ ও তানজিনা সেলিম। 
সংগঠনের পক্ষ থেকে তাদের ৩০ বছরের পথ চলার এই ক্ষনে নৃত্যনাট্যের ৮ম প্রযোজনার ৬ষ্ঠ প্রদর্শনীটি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ-এর প্রতি উৎসর্গ করা হলো বলে জানানো হয়েছে।