বাঘ দিবসে বগুড়ায় আজিজুল হক কলেজে ‘তীর’-এর আলোচনা ও র‌্যালী

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৯ জুলাই ২০১৮ ১০:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪২ বার।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে রোববার বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ-তীর’। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাঘ বাঁচাই, বাঁচাই বন, রক্ষা করি সুন্দরবন’।
সভায় বক্তারা প্রকৃতির স্বার্থেই বাঘের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন দিয়ে বলেন, আমরা প্রকৃতির, প্রকৃতিও আমাদের। সুন্দর এই প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী। বাঘ তাদের মধ্যে অন্যতম। ২০২০ সালের মধ্যে দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করার যে টার্গেট নেওয়া হয়েছে তা অর্জনের জন্য সকলকে কাজ করতে হবে।
২০১০ সালের জানুয়ারিতে থাইল্যন্ডে টাইগার রেঞ্জ দেশ সমূহের মন্ত্রীয় পর্যায়ের সম্মেলনে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সম্মেলনে বাঘ সংরক্ষণে নয় দফা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি ২০২০ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের গবেষণায় সুন্দরবনে বাঘ ছিল ৪৪০টি। ২০১৫ সালে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে ১০৬ টি বাঘের নমুনা পাওয়া যায়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। প্রধান আলোচক চিলেন গবেষক ড. এস এম ইকবাল অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুর রহমান, সহকারি বাঘ গবেষক এস এম ইমাম আবেদ আল হাদী, আব্দুল মান্নান, মতিউর রহমান, মোখলেছুর রহমান মুকুল, জহিরুল ইসলাম, আরিফুর রহমান, শফি মাহমুদ ও মিজানুর রহমান।
তীর-এর সভাপতি মোঃ আরাফাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠানের সাংগঠনিক সম্পাদক  আশিকুল ইসলাম, যৃগ্ম সম্পাদক চৈতী খাতুন, দপ্তর সম্পাদক বরকত, হাদিসুর জাহিদ, রিফাত, এরশাদ, হাসিব, মুকিম,হোসেন, আহসান, এশা হোসেন,আহসান, মাসুুদ রানা, আল আমিন ও তৌফিক। এর আগে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।