সত্যজিৎ রায়ের ‘অপু’ হচ্ছেন আরিফিন শুভ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩১ বার।

ভুবন খ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ‘অপু’ হয়ে এবার পর্দায় আসছেন বাংলাদেশের নায়ক আরিফিন শুভ!

কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এ ছবিটি প্রযোজনা করছেন বলিউড প্রযোজক মধুর ভান্ডারকর। নতুন ছবিটির নাম ‘অভিযাত্রিক- দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু’।
এর মাধ্যমে সত্যজিৎ রায়ের বিখ্যাত অপু চরিত্রটি ৬ দশক পর পর্দায় ফিরছে।
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আরিফিন শুভর সঙ্গে। তিনি এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ। বললেন, ‘‘আমি এখন কলকাতার ‘আহারে’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। এ ছবিটি মুক্তির আগে অন্য কিছু নিয়ে বলতে চাই না।’’
‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’- সত্যজিৎ রায় পরিচালিত এই তিনটি বাংলা চলচ্চিত্র একত্রে অপু ট্রিলজি হিসেবে পরিচিত।
‘পথের পাঁচালি’ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এটি নির্মিত। ‘অপুর সংসার’ ছিল এ ত্রয়ীর শেষ চলচ্চিত্র। ১৯৫৯ সালে এতে অপু চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর দীর্ঘদিন কেটে গেলেও এ চরিত্র নিয়ে নতুন করে ভাবার সাহস দেখাননি কেউ।
‘অভিযাত্রিক- দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু’ নামের এবারের ছবিটি প্রসঙ্গে জানা যায়, ১৯৪০ সালের ভারতবর্ষের সমৃদ্ধি ও ঐতিহ্যকে তুলে ধরা হবে ছবিটির মধ্য দিয়ে। এর দৃশ্যধারণ হবে ভারতের বিভিন্ন স্থানে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া