ধুনটে স্কুল শিক্ষিকা রোমানা’র মনোনয়নপত্র দাখিল

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫১ বার।

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্কুল শিক্ষিকা রোমানা আফরোজ মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমানের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। 

এসময় সরকারি ধুনট ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, সমাজসেবক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইছামতি ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ফয়জুল করিম খালিদ, আনারপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, শিক্ষক ফরহাদ হোসেন, আনন্দপাঠ জুনিয়র স্কুলের শামছুল কাদের কামাল, রাজু আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, আবু হানিফ, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান ও আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। 

রোমানা আফরোজ বলেন, শিক্ষায় সমৃদ্ধির মধ্যদিয়ে সমাজের অন্ধকার ঘোচাতে হবে। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলায় শিক্ষার মান উন্নয়নে, নারী উচ্চ শিক্ষা নিশ্চিত করনে কাজ করবো। এছাড়া নারীর আত্ম-সামাজিক মর্যাদা বৃদ্ধি, নারীর অধিকারসহ সামাজিক ও রাষ্ট্রের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। তিনি বলেন, ইতিমধ্যে উপজেলার সর্বস্তরের মানুষ তাকে সমর্থন জানিয়েছেন।