ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৫ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো-বিসমিল্লাহ্‌ দই এন্ড সুইটস, নিউ বগুড়া দই ঘর এবং মুক্তা বেকারী। রোববার সদর থানার চারমাথা বাস টার্মিনাল ও গাজী পালশা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন আহম্মেদ ওই অভিযান পরিচালনা করেন। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 
 

এপিনিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৫ ঘণ্টার ওই অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে আদালত বিসমিল্লাহ্‌ দই এন্ড সুইটসের মালিক আব্দুর রাজ্জাককে ১০ হাজার, নিউ বগুড়া দই ঘরের মালিক সবুজ আলমকে ১০ হাজার এবং মুক্তা বেকারীর মালিক সাবদুর রহমানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।