উপজেলা পরিষদ নির্বাচন-

শেরপুরে ১০জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়ার শেরপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান চারজন প্রার্থী। সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের (দ্বিতীয় ধাপ) মনোনয়নপত্র দাখিলে শেষদিনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা  আছিয়া খাতুনের নিকট প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা ও এনপিপির দলীয় মনোনীত প্রার্থী আব্দুর নূর।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিলন, বাংলাদেশ আদিবাসী ফোরামের জেলা কমিটির আহবায়ক বাসুদেব রায়। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছা. খাদিজা বেগম, শিল্পী বেগম, ফিরোজা বেগম ও মর্জিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ১১জন ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে দশজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই কর্মকর্তা আরও জানান, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৫৪হাজার ৩৮০জন। এরমধ্যে নারী ভোটার রয়েছেন ১লাখ ৩০হাজার ৪৬০জন, পুরুষ ভোটার রয়েছেন ১লাখ ২৩হাজার ৯২০জন। ঘোষিত তফশীল অনুযায়ী, আগামি ১৮মার্চ এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।