জরুরী সভায় সিদ্ধান্ত

বগুড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলেন অ্যাডভোকেট মুকুল

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮০ বার।

বগুড়া ডায়াবেটিক সমিতির প্রথম সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি মমতাজ উদ্দিনের মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় সোমবার দুপুরে বগুড়া ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিন স্মরণে সোমবার থেকে আগামী ৭ দিন সমিতি পরিচালিত তিনটি হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় বুধবার বাদ আসর মিলাদ মাহফিল, কোরআন খতমের সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাডভোকট মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির নির্বাহী সদস্য আব্দুল খালেক বাবলু।

বগুড়ায় ডায়াবেটিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি শনিবার দিবাগত গভীর রাত ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে (শজিমেক) ইন্তেকাল করেন। বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন প্রায় চার বছর আগে ২০১৫ সালে ডায়াবেটিক সমিতির সভাপতি নির্বাচিত হন। 
বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন সভাপতির দায়িত্ব গ্রহণের পর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবার মানোন্নয়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সমিতির আওতায় পরিচালিত তিনটি হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০০ রোগী সেবা নিয়ে থাকেন এবং দিন দিন এই সংখ্যা আরও বাড়ছে।
বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভাণ্ডরি জানান, সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত জরুরী সভায় ৩১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল আমাদের এক নম্বর সহ-সভাপতি। যেহেতু আমাদের সভাপতি মমতাজ উদ্দিন ইন্তেকাল করেছেন তাই নিয়ম অনুযায়ী এক নম্বর সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট মকবুল হোসেন মুকলকেই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’