১৫ হাজার পর্ন সাইটে তালা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

নতুন করে ১৫ হাজারের বেশি পর্ন সাইটের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
এছাড়া নতুন করে দুই হাজারের বেশি জুয়ার সাইট খুজেঁ পাওয়ার খবর দিয়েছেন তিনি। এসব সাইটে 'তালা' দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফা জব্বার বলেছেন, 'এবার খোঁজ পেলাম ১৫,৬৩৬টি পর্ন ও ২,২৩৫টি জুয়ার সাইট। সাথে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা। জয় বাংলা। আমার সহকর্মীদেরকে অনেক ধন্যবাদ সহায়তার জন্য'।
এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫৬ ওয়েবসাইট (ডোমেইন নাম) বন্ধ করার নির্দেশ দিয়েছে।
রবিবার বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশ পাঠায় বলে জানা গেছে। জানা যায়, শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে। 

সম্প্রতি পাঁচ দফায় চার হাজারের বেশি পর্ন ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি। এছাড়া দুই দফায় ১৭৮ অনলাইনে জুয়া খেলার সাইট বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থাটি।