‘ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন না সৌদি যুবরাজ’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

সংবাদ মাধ্যমে খবর, ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কিনে নিচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কিন্তু এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন যুবরাজের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী।

সম্প্রতি ডেইলি সান ও গার্ডিয়ানসহ ইংল্যান্ডের বেশ কিছু পত্রিকায় খবর ছাপায়, ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কিনে নিতে সালমান নাকি ৩৮০ কোটি পাউন্ডের একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে ক্লাবটির বর্তমান মালিকানায় থাকা যুক্তরাষ্ট্রের গ্ল্যাজের পরিবার রাজি না হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।

২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে ক্লাবটির মালিকানা কিনে নিয়েছিল গ্ল্যাজের পরিবার।

ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি যুবরাজ সালমান কিনে নিচ্ছেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সৌদি আরবের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী তুর্কি আল-শাবানাহ।

“মহামান্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কিনে নিচ্ছেন সংবাদ মাধ্যমে খবর আসা এই খবর পুরোপুরি মিথ্যে।”

“স্পন্সরশিপ সংক্রান্ত ব্যাপার নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পিআইএফ (পাবলিক ইনভেস্টমেন্ট ফান্স) সৌদির সঙ্গে একটি আলোচনায় বসেছিল। তাতে কোনো চুক্তি হয়নি।”