রাষ্ট্রপতির কাছ থেকে পদক গ্রহণ

গ্রামীণ সাংবাদিকতায় প্রেস কাউন্সিল পদক পেলেন বগুড়ার মুরশীদ আলম

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন বগুড়ার প্রবীণ সাংবাদিক মোঃ মুরশীদ আলম। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে তার হাতে পদক তুলে দেন। ওইদিন বিভিন্ন ক্যটাগরিতে আরও দু’টি প্রতিষ্ঠানসহ ৩ ব্যক্তিকে পদক দেওয়া হয়। এছাড়া প্রয়াত সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে আজীবন সম্মাননা (মরনোত্তর) প্রদান করা হয়।
মোঃ মুরশীদ আলম আশির দশকে প্রয়াত সাংবাদিক দূর্গাদাস মুখাজ্জীর সম্পাদনায় বগুড়া প্রকাশিত ‘দৈনিক উত্তরাঞ্চল’-এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। বর্তমানে তিনি একই জেলা থেকে প্রকাশিত ‘দৈনিক মুক্তবার্তা’র সহকারি সম্পাদক হিসেবে কর্মরত। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোঃ খুরশীদ আলমগীরের ছোট ভাই মুরশীদ আলম জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোে নিয়মিত কলাম লিখে থাকেন।
মোঃ মুরশীদ আলমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গৃহ নির্মাণ আইন প্রবর্তনও জলাবদ্ধতা দূরীকরণ’ শীর্ষক একটি প্রতিবেদন রচনায় তাঁকে ওই পদক দেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রায় এক বছর আগে ২০১৮ সালের ১৯ এপ্রিল বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
 আরও যাদের পদক দেওয়া হয়েছে তারা হলোঃ ‘প্রাতিষ্ঠানিক সম্মাননা’ ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাক ও আঞ্চলিকে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, ‘উন্নয়ন সাংবাদিকতা’য় ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি জসীম উদ্দিন, ‘নারী সাংবাদিকতা’য় মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক আয়শা সিদ্দিকা আকাশী এবং আলোকচিত্র সাংবাদিকতায় নিউ এইজের ফটো সাংবাদিক সনি রামানী।