শেরপুরে সোনালী ব্যাংকের ভেতর থেকে টাকা চুরি!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৮ বার।

বগুড়ার শেরপুরে সোনালী ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরদল টাকা ভর্তি ব্যাগের নিচের অংশ কেটে এক লাখ টাকা লুটে নিয়ে কৌশলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন সাধারণ গ্রাহকরা। এদিকে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্তকরণসহ তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে দাবি করেছে পুলিশ। উক্ত ঘটনায়  সোমবার রাতে ভুক্তভোগী ব্যবসায়ির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। 

শেরপুর পৌরশহরের দক্ষিণসাহা পাড়া এলাকার মৃত নিতাই চন্দ্র দেবের ছেলে ভুক্তভোগী ব্যবসায়ী রতন দেব জানান, গত সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ব্যবসায়িক প্রয়োজনে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ অগ্রণী ব্যাংক থেকে ৫লাখ ৪৭ হাজার উত্তোলন করেন। এরপর ওই ব্যাংকের পাশেই ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংকে যান রাজশাহীতে টাকা পাঠানোর জন্য। আর উত্তোলনকৃত টাকাগুলোর মধ্যে ২লাখ টাকা তার পকেটে রেখে বাকি ৩লাখ ৪৭হাজার টাকা একটি ব্যাগে ভরে ব্যাংকে উঠেন। পরে ব্যাংকের ভেতর অনলাইন ফরম পুরণ করছিলেন তিনি। এসময় সংঘবদ্ধ চোরদল কৌশলে ব্যাগের নিচের তলা কেটে এক লাখ টাকার বান্ডিল লুটে নিয়ে পালিয়ে যায় তারা। পরে তিনি ঘটনাটি শাখা ব্যবস্থাপককে জানান। এ প্রসঙ্গে জানতে চাইলে সোনালী ব্যাংকের অত্র শাখা ব্যবস্থাপক মো. আনোয়ারুল কবির ব্যাংকের নিরাপত্তার কোন ঘাটতি নেই দাবি করে বলেন, এটি নিছক দুর্ঘটনা। এরপরও ঘটনাটি খতিয়ে দেখতে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এই ঘটনায় জড়িতদের চিহিৃত করতে কাজ করছেন বলে জানান তিনি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িতদেও সনাক্তকরণসহ গ্রেফতারের চেষ্টা চলছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।