বগুড়ায় আন্তঃকলেজ কুইজে আজিজুল হক কলেজ চ্যাম্পিয়ন :শাহ্‌ সুলতান রানার আপ

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ৩০ জুলাই ২০১৮ ১৬:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯৪ বার।

বগুড়ায় আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতায় সরকারি আজিজুল হক কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। দু’দিন ব্যাপী প্রতিযোগিতা সোমবার শেষ হয়। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সরকারি শাহ্ সুলতান কলেজ দল। ভেঞ্চুরাচ লিমিটেড [Ventures Limited] নামে শিক্ষামূলক একটি সংস্থা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সরকারি শাহ্ সুলতান কলেজে ব্যতিক্রমী এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

একাডেমিক অর্থাৎ পাঠ্য বই কেন্দ্রিক কুইজ প্রতিযোগিতায় বগুড়ার ২০টি কলেজ অংশ নেয়। তবে চার পর্বে বিভক্ত প্রতিযোগিতায় ফাইনালের জন্য তিনটি দলকে বেছে নেওয়া হয়। চুড়ান্ত পর্বে অংশ নেওয়া সেই কলেজ তিনটি হলোঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ্ সুলতান কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সর্বোচ্চ নম্বর প্রাপ্তিতে বিচারকগণ আজিজুল হক কলেজ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

পরে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন: আইনান তাজরিয়ান, মাইশা মাকছুরা, শাহ্রিয়ার হাসান, তাহিরা আহম্মেদ এবং আব্দুল্লাহ্ আল মাহমুদ। দলটির সমন্বয়ক ছিলেন সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ এবং ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা। বিজয়ী দলের পক্ষে আইনান তাজরিয়ান প্রাইজামানি গ্রহণ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি! এখনো বিশ্বাসই হচ্ছে না। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’

সমন্বয়ক  সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা জানান, আইনান তাজরিয়ান স্কুলে পড়ার সময়ই জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার নেতৃত্বে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সুযোগ সম্পর্কে জানানোর জন্য তারা উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সংস্থাটি ভবিষ্যতেও সৃজনশীল কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

প্রতিযোগিতায় আজিজুল হক কলেজ দলের সাফল্যে বেশ উৎফুল্ল মনে হলো অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলীকে। পুণ্ড্রকথাকে তিনি বলেন, ‘এই বিজয়ে আমরা গর্বিত। এরা সত্যিকারেই মেধার পরিচয় দিয়েছে। এদের ভবিষ্যত অনেক উজ্জ্বল হোক আমরা সেটাই চাইবো।’