উপজেলা নির্বাচন

নওগাঁয় চেয়ারম্যান পদে ৪৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন।

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার নওগাঁর ১১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রাথী ১১ জন, বিদ্রোহী ১৫ জন, ,জাতীয় পার্টির ৬ জন,বিকল্প ধারার ১ জন, জাকের পার্টির ২জন, বিএনফের ১জন ও স্বতন্ত্র ৬ জন এবং স্বতন্ত্র প্রার্থীর আড়ালে বিএনপির ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। তবে নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাত্র একজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোট মনোনয়ন জমা পড়েছে ৪৮টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট মনোনয়ন জমা পড়েছে ৩৬টি।


নওগাঁ সদর উপজেলাঃ

নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা চালকল মালিক গ্রুফের সভাপতি আলহাজ¦ মোঃ লফিকুল ইসলাম রফিক মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে রোববার বিকেল ৫ টা পর্যন্ত ওই পদে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেনি বলে জানা গেছে।


আত্রাই উপজেলাঃ

আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এরমধ্যে আত্রাই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, স্বতন্ত্র হিসেবে আ’লীগ নেতা আলহাজ্ব আজিজুর রহমান পলাশ ও জাতীয় পার্টি মনোনীত বীথেন্দ্রনাথ পাল, জাকের পার্টির রবি রায়হান।


ধামইরহাট উপজেলাঃ

নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন দাখিল করেছেন। প্রার্থীরা হলেন আ’লীগ মনোনীত আলহাজ্ব মো.আজাহার আলী মন্ডল,স্বতন্ত্র প্রার্থী হিসেবে থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনম আফজাল হোসেন,জাপা মনোনীত দেওয়ান মো.আব্দুল হান্নান,স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো.হানজালা ও স্বতন্ত্র প্রার্থী মো.আয়েন উদ্দিন ডালিম।


পোরশা উপজেলাঃ

পোরশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আনোয়ারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর মর্শেদ, সহ-সভাপতি মোঃ ওবায়দুল শেখ, জাতীয় পার্টি নেতা আকবর আলী কালু ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাপা নেতা আব্দুল মাজেদ।


মান্দা উপজেলাঃ

চেয়ারম্যান পদে ৩ জন প্রাথীৃ হয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন,বিএনপি নেতা এস এম আহসান হাবিব(স্বতন্ত্র), উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন।


সাপাহার উপজেলাঃ

সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শামসুল আলম শাহ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহাজান আলী মন্ডল(স্বতন্ত্র) তার স্ত্রী সুলতানা রাজিয়া(স্বতন্ত্র) জাতীয় পাটির ইব্রাহিম হোসেন ও জাকের পাটির মোহাম্মদ আলী।


বদলগাছী উপজেলাঃ 

বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন মনোনয়নপত্র দাখিল করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, সতন্ত্র প্রার্থী মোঃ শামসুল আলম খাঁন (আওয়ামীলীগ সমর্থক) এবং তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম, মোঃ ফয়সাল ওয়ালিদ(স্বতন্ত্র)। 


রানীনগর উপজেলাঃ

রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা সকলেই আওয়ামী লীগের। আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন হেলাল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম(স্বতন্ত্র)।


পত্নীতলা উপজেলাঃ

পত্নীতলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফ্ফার,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি কাজী মাহমুদুল আলম,জাতীয় পার্টির হুমায়ন কবির চৌধুরী ও বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আব্দুর রউফ মান্নান।


মহাদেবপুর উপজেলাঃ

মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনযন দাখিল করেছেন ৩ জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন,জেলা বিএনপির সদস্য রিয়াছাত হায়দার টগর ও বিএনএফের জাবেদ আলী।


নিয়ামতপুর উপজেলাঃ

নিয়ামতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চন্দননগর ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা, উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, পবিত্র কুমার প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক ছাদরুল আমীন চৌধুরী, ও বিএনপি নেতা লিয়াকত আলী।