মানহানির মামলা: খালেদা জিয়ার জামিন শুনানি ১৪ মার্চ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার গ্রেফতার-সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জামিন আবেদনের ওপর ১৪ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন মঙ্গলবার এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে সোমবার জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী প্যানেলের সদস্য মাসুদ আহমেদ তালুকদার। এ সময় বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিনের আদেশ নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। এরপর মঙ্গলবার বিচারক খালেদা জিয়ার গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জামিন আবেদনের ওপর শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন। এ মামলায় ২০ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। এ ঘটনায় একই বছরের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভানেত্রী এ বি সিদ্দিকী বাদী হয়ে আদালতে মামলাটি করেন।

মামলাটিতে গত বছর ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত)।

দুই মামলায় অভিযোগ গঠন ২০ মার্চ : খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ মার্চ ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে মঙ্গলবার এ দিন ধার্য করেন।

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়া অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন জানিয়ে এ শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২০ মার্চ শুনানির নতুন দিন ঠিক করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আদালতে একটি মানহানির মামলা করেন। ভুয়া জন্মদিন পালনের অভিযোগে একই বছরের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।