বগুড়ায় নারী ঘটিত বিরোধে  এক ব্যক্তি খুন: গ্রেফতার ১

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯২ বার।

বগুড়া সদরের ধাওয়াপিকশন গ্রামে নারী ঘটিত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম মিঠু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারপিটে আহত মিঠু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে স্থানীয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। 
নিহত রফিকুল ইসলাম মিঠু ধাওয়াপিকশন তালুকদারপাড়ার মৃত মোজাফফর হোসেন তালুকদারের ছেলে। ওই হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাশের গ্রাম ধাওয়াপিকশন দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম সজীব (২৫) নামে যুবককে গ্রেফতার করেছে। পুলিশের ধারণা নারী ঘটিত বিষয় নিয়ে পারিবারিক বিরোধের জের ধরেই ওই হত্যাকা- ঘটে থাকতে পারে। 
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, রফিকুল ইসলাম মিঠু অ্যান্টিকের কাজ করতেন। পাশাপাশি গ্রামের বাসিন্দা হওয়ায় বয়সের ব্যবধান সত্ত্বেও তার সঙ্গে সজীবের ঘনিষ্ঠতা ছিল। মিঠুর এক ভাই বিদেশে থাকেন। সেই ভাইয়ের স্ত্রীর সঙ্গে মিঠুর সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গ্রামে নানা আলোচনার প্রেক্ষিতে ওই নারীকে তার বাবা-মা নিজেদের বাড়িতে নিয়ে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে মিঠু সজীবকে সন্দেহ করে। এ নিয়ে সোমবার রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজীব লোহার রড দিয়ে মিঠুর মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলকারী সজীবকে গ্রেফতার করে। ওই ঘটনায় মিঠুর ছেলে হাসিবুর রহমান ইমন বাদী হয়ে সজীব এবং তার বাবা ও দাদাসহ ৪জনকে আসামী করে সদর থানায় একটি মামলা করে। ওদিকে আহত মিঠু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে শজিমেক হাসপাতালে মারা যায়।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, ওই ঘটনায় গ্রেফতার সজীব ১৬৪ ধারায় জবানবন্দী দিতে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘মামলার মুল আসামীকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।’